Header Ads

Header ADS

ওযুর ফরজ কয়টি । ojur foroj koiti

প্রত্যেকটি মুসলমানেরই জানতে হবে ওযুর ফরজ?

ওযুতে মোট চারটি ফরজ রয়েছে যথাঃ-

১। সমস্ত মুখমন্ডল ধৌত করা।
২। দুই হাতের কনুই সহ ধৌত করা।
৩। মাথা মাসেহ করা।
৪।  দুনো পায়ের টাখনু ধৌত করা


পবিত্রতা অর্জন এর জন্য পবিত্র কুরআন আমাদের কি শিক্ষা দেয়?

হে ঈমানদারগণ! যখন তোমরা নামাজের জন্য তৈরি হও, তখন তোমাদের মুখমন্ডল ও হাতদুটি কনুই পর্যন্ত ধুয়ে ফেলো, মাথার ওপর হাত বোলাও এবং পা দুটি গেরু পর্যন্ত  ধুয়ে ফেলো। যদি তোমরা “জানাবাত” অবস্থায় থাকো, তাহলে গোসল করে পাক সাফ হয়ে যাও। যদি তোমরা রোগাক্রান্ত হও বা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কোন ব্যক্তি মলমূত্র ত্যাগ করে আসে বা তোমরা নারীদেরকে স্পর্শ করে থাকো এবং পানি না পাও, তাহলে পাক-পবিত্র মাটি দিয়ে কাজ সেরে নাও। আল্লাহ তোমাদের জন্যে জীবনকে সংকীর্ণ করে দিতে চান না কিন্তু তিনি চান তোমাদেরকে পাক-পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের ওপর সম্পূর্ণ করে দিতে, হয়তো তোমরা শোকরগুজার হবে। সূরা মায়েদা আয়াত-06

আরও জানতে > ওযু করার তরিকা কি?

হাদিসঃ হযরত আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিতরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, তোমাদের কেউ যখন অযু করবে সে যেন নাকের ছিদ্রের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেয়।আর যে ঢিলা ব্যবহার করবে সে যেন বিজুর ভিলা ব্যবহার করে। আর তোমাদের কেউ যখন ঘুম থেকে গাত্রোত্থান করে, সে যেন ওযুর পাত্রে হাত ঢুকাবার পূর্বেই কব্জি পর্যন্ত তিনবার ধৌত করে নেয়। কারন রাতে তার হাত কোথায় ছিল সে তা জানে না। সহি বুখারী-১৬৩

No comments

Powered by Blogger.