অযুর দোয়া।ojur dua। ওযুর সময় যেসব দোয়া পড়বেন।
অযু করার সময় এ দোয়াটি পড়তে হয়
-اَللَّخُمَّ اغْفِرْلِىْ ذَنْبِى وَ وَسِّعْلِىْ فِىْ دَارِىْ وَبَارِكْ لِىْ فِىْ رِزْقِىْ
অযুর দোয়া।ojur dua। উচ্চারণ
আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসিলি ফি দারি, ওয়া বারিক লি ফি রিযক্বি।
অর্থঃ''হে আল্লাহ! আমার গোনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিযিক্বে বরকত দিয়ে দাও''
অযুর শেষে কালেমা পাঠ করার উপকারিতা
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চারণঃ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা শারিকালাহু, ওয়া আশহাদু আন্না মোহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু'।
আরও জানতে > আসন ওযু ভঙ্গের কারণগুলো জেনে নেই।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তা'আলা ব্যতীত এবাদত এর উপযুক্ত আর কোন মাবুদ নাই। তিনি একক, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তা'আলার বান্দা ও রাসুল।
হযরত ওমর রাদি আল্লাহ আনহু হইতে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন “যে ব্যক্তি উত্তমরূপে অজু করে কালেমায়ে শাহাদাত পড়বে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে ,ওই ব্যক্তি যে দরজা দিয়ে।ইচ্ছা সে।প্রবেশ করবে। মুসলিম ও মিশকাত।
No comments
Post a Comment