ইস্তেনজার আদব বা ইস্তিঞ্জা করার নিয়ম। Toilet- We must refrain from doing the following while urinating.
পায়খানা- পেশাব করার সময়ে নিচের কাজ গুলি করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। তানা-হলে ঘটে যেতে পারে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা।
1.কিবলামুখী বা কেবলা বেসন দিয়ে বসা যাবে না।
2. রাস্তার অপর কিংবা কিনারায় পেশাব-পায়খানা করা চলবে না।
3. কোন গর্তের ভিতর পেশাব-পায়খানা করা বা চন্দ্র-সূর্য বরাবর বসা নিষেধ।
4. পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকা নিষেধ।
5. হারবা কয়লা দিয়ে ঢিলা কুলুখ ব্যবহার করা যাবে না।
6. দাঁড়াইয়া হাঁটিয়া হাঁটিয়া পেশাব না করা।
7. বিনা প্রয়োজনে পানিতে পেশাব করা যাবেনা।
8. খোলা আকাশের নিচে পেশাব পায়খানা করা উচিত নয়।
9. গোসলখানায় পায়খানা পেশাব করা, আর যদি গোসলখানা এবং ওয়াশরুম একই সাথে হয় তাহলে ভিন্ন কথা। ওয়াশরুমে প্রবেশের পূর্বে দোয়া পাঠ করিয়া বাম পা দিয়ে প্রবেশ করিবে এবং বাহির হইবার সময় ডান পা বাহিরে দিয়া দোয়া পাঠ কোরিয়া বাহির হইবে এটাই সুন্নতি নিয়ম।
টয়লেট এ প্রবেশের দোয়া
بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ উচ্চারণঃ-বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছঃ- অর্থঃ ''আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই'' বুখারি, =মুসলিম ও ইবনে মাজাহ=
হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ পানি পান কালে যেন পানপাত্রে নিঃশ্বাস না ছাড়ে। আর তোমাদেরকেও পায়খানায় আসলে যেন ডান হস্তের লিঙ্গ স্পর্শ না করে এবং ডান হাত দ্বারা ধৌত কার্য সমাধান না করে। সহীহ বুখারী হাদিস সংখ্যা-155
হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বের হন।আমি তার পেছনে চললাম। তিনি এদিক-ওদিক নজর করতেন না। আমি তার নিকট পৌঁছলে তিনি আমাকে বললেন, আমাকে স্টেনজার জন্য পাথরের দিলা তালাশ করে দাও। অথবা আরও কিছু শব্দ বলেছিলেন। কিন্তু হাড্ডি অথবা গুবর নিও না।অতঃপর আমি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য আমার চাদরের আসলেই করে কয়েকখানা পাথর নিয়ে আসলাম এবং সেগুলি তার পাশে রেখে চলে গেলাম। তিনি প্রয়োজন পূরণ করার পর পাথরগুলো দ্বারা ইস্তেঞ্জা করলেন।সহি বুখারি হাদিস সংখ্যা-১৫৭
No comments
Post a Comment