What is Al-Quran? Introduction to Al Quran
আল-কুরআন কি? আল কুরআনের পরিচয়।
আল কুরআন আল্লাহর কিতাব।মহান আল্লাহতালা পৃথিবীতে বিভিন্ন যুগে যুগে মানবজাতির ইহজগতের কল্যাণময় জীবন এবং পরজগতের মুক্তির সনদ রূপে বাণী এবং কিতাব পেরন করেছেন। সে সব প্রত্যাদেশরি সর্বশেষ চূড়ান্ত রূপ আখেরি নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রেরিত আল কুরআনুল কারীম। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি এই কিতাব অবতীর্ণ করেছেন। এই গ্রন্থে মহান আল্লাহতালা গোটা মানবজাতির দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথনির্দেশ করেছেন। মানব জীবনের সমস্ত দিক ও বিভাগের হেদায়াত এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। ব্যক্তিজীবন পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব পরিচালনার বিধান এতে রয়েছে। স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কের সূত্র এতে বর্ণিত রয়েছে। সকল বিষয়ের অথবা মৌলিক কথা এতে লিখা রয়েছে। এই গ্রন্থ হল মানবতার মুক্তির একমাত্র চালিকাশক্তি । এটি মুমিনের গাইড বুক, গাইডলাইন, বা মেনটেনেন্স ক্যাটালগ । এর তিলাওয়াত মুমিনের মনে প্রশান্তি এনে দেয়। এর বিধান মুমিনকে পরিচালিত করে জান্নাতের দিকে। আল্লাহর কিতাব প্রত্যেক যুগেই সর্বাধুনিক গ্রন্থ । এর মধ্যে কোন প্রাচীনত্ব নেই। আছে শুধুমাত্র অভিনবত্ব। এই গ্রন্থে রয়েছে তাওহীদ, কি রিসালাত, আখিরাত, ইবাদাত, নৈতিকতা, ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক, দাম্পত্য জীবন, সামাজিক আচার আচরণ, অর্থনীতি, রাজনীতি, আইন ও বিচার নীতিসহ পার্থিব ও পরলৌকিক জীবনধারা বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উপস্থাপন।
No comments
Post a Comment