Header Ads

Header ADS

আযানের দোয়া।আযানের দোয়া বাংলা উচ্চারণ সহ

আযানের শেষে এই দোয়া পড়িতে হয়।


আযানের দোয়া আরবিতেঃ-

বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা রব্বা হা-যিহিদাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল ক্কা-ইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াব-আসহু মাকাম্মামাহমুদা-নিলাযি ওয়াতাহ।

অর্থঃ হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও শ্বাশত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা। আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আরও জানতে > আযান ও আযানের জবাব কিভাবে দিতে হয়।

আযানের দোয়ার ফজিলতঃ

হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদি আল্লাহ আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি আযানের শব্দ শুনিবার পর ( বা  নিজে আজান দিয়া) এই দোয়াটি একবার পাঠ করিবে, কিয়ামতের দিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে তাহার জন্য সুপারিশ করা ( মেহেরবানি স্বরূপ)  আবশ্যক হইয়া পড়িবে।  সহি বুখারীঃ- ৫৮৭

4 comments

Unknown said...

Allahor rasul judi suparis kiari tahole to ar kothai nei. Thakas vhai.

Unknown said...

Valo kiso jante parlam

Korban ali said...

Thanks, Valo kiso jante parlam

Korban ali said...

Thanks, Valo kiso jante parlam

Powered by Blogger.