Header Ads

Header ADS

নামাজের ফরজ কয়টি

এই নামাজের ভিতরে এবং বাহিরে রয়েছে মোট ১৩ টি ফরজঃ


আমি জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি- সূরা আয-যারিয়াত আয়াত-৫৬।

এ থেকে আমরা নিঃসন্দেহে বুঝতে পারি যে, মানুষের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো মহান আল্লাহতালার ইবাদত বন্দেগী  করা,  তাঁর দাসত্ব ব্যতীত অন্য কোন উদ্দেশ্য মানুষের হতে পারে না। এবাদত এর উদ্দেশ্যে মহান আল্লাহতালা জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর এই মানুষকে খাঁটি বান্দা হিসেবে প্রস্তুত করার জন্য ইসলামে কয়েকটি এবাদতকে ফরজ করা হয়েছে। আর এই ফরজ ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হল নামাজ।  এজন্যেই নামাজ পড়তে হবে সঠিকভাবে এবং সঠিক নিয়মে।

নামাজের বাহিরে ৭ টি ফরজ যথাঃ

১। শরীর পাক। ২।  কাপড় পাক। ৩।  নামাজের জায়গা পাক। ৪।  সতর ঢাকা ৫।  কেবলা মুখী  হওয়া। ৬।  ওয়াক্ত মত নামাজ পড়া। ৭।  নামাজের নিয়ত করা।

নামাজের ভিতরে ৬ টি ফরজ যথাঃ

১।  তাকবীরে তাহরীমা বলা। ২।  খাড়া হইয়া নামাজ পড়া  যদি কোনো ওজ্বর না থাকে। ৩। কেরাত পড়া। ৪।  রুকু করা। ৫। দুই সেজদা করা। ৬। আখেরী বৈঠক।

শেষ কথাঃ যদি কোন কারনে এই ১৩ টি ফরজ এর মধ্যে একটি ফরজ ছুটে যায় অর্থাৎ বাদ পড়ে যায় তাহলে নামায বাতিল হয়ে যাবে। এবং তাকে আবার এই ১৩ শর্ত পূরণ করে পুনরায় নামাজ আদায় করতে হবে।

No comments

Powered by Blogger.