Header Ads

Header ADS

নামাজের মাসআলা সমূহ

দুই রাকাত নামাজে 60 টি মাসাআলা।

নামাজের প্রথম রাকাতে রুকু আগে এগারটি মাসাআলা।

১। হাত উঠান সুন্নত। ২। তাকবীরে তাহরীমা বলা ফরজ অর্থাৎ আল্লাহু আকবার বলা। ৩।  হাত বাধা সুন্নত। ৪।  সানা পড়া সুন্নত। ৫।  আউযুবিল্লাহ করা সুন্নত। ৬।  বিসমিল্লা পড়া সুন্নত। ৭।  সুরা ফাতেহা সম্পূর্ণ পড়া ওয়াজিব। ৮। সূরা ফাতিহার পর আমীন বলা সুন্নত। ৯।  সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। ১০। সূরা মিলানো অর্থাৎ সুরা ফাতেহা  পড়ার পর আরেকটি সূরা পড়া ওয়াজিব।.১১। কেরাত পড়া ফরজ। 

রুকুতে 6 টি মাসাআলা।

১। রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। ২। রুকু করা ফরজ । ৩। রুকুতে দেরি করা ওয়াজিব।.৪। রুকুতে থাকিয়া সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে তিনবার বলা সুন্নত ( 5 বার সাতবার বলা সুন্নত)। ৫। রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহ হুলিমান হামিদা এবং রুকু হইতে সোজা হইয়া রাব্বানা লাকাল হামদ বলা সুন্নত। ৬। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। (খাড়া হইয়া ‘’হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি পড়া’’)

প্রথম সিজদাতে 6 টি মাসাআলা।

১। সিজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। ২।  সিজদা করা ফরজ। ৩।  সিজদাতে দেরি করা ওয়াজিব।  ৪। সিজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার বলা সুন্নত, ( পাঁচবার, সাতবার বলাও সুন্নত)। ৫। সিজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। ৬।  সিজদা হইতে সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব,  বসিয়া আল্লাহুম মাগফিরলি, ওয়ার হামনি,ওয়াহদিনী, ওয়া আফিনী, ওয়ার যুক্কনী পড়া।

দ্বিতীয়সিজদায় 6 টি মাসাআলা।

১। সিজদাতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। ২।  সিজদা করা ফরজ। ৩।  সিজদাতে দেরি করা ওয়াজিব।  ৪। সিজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার বলা সুন্নত, ( পাঁচবার, সাতবার বলাও সুন্নত)। ৫। সিজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নত। ৬। সিজদা হইতে সোজা হইয়া খাড়া হওয়া ওয়াজিব।

দ্বিতীয় রাকাতে রুকু রাগে ০৭ টি মাসাআলা।

১। হাত বাধা সুন্নত.২।  বিসমিল্লা পড়া সুন্নত। ৩।  সূরা ফাতিহা পড়া ওয়াজিব। .৪। সূরা ফাতিহার পর আমীন বলা সুন্নত। ৫।  সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। ৬।  সূরা মিলানো ওয়াজ।  ৭। কেরাত পড়া ফরজ। দ্বিতীয় রাকাতে রুকু ও সিজদার  মাসাআলা প্রথম রাকাতে নেয়।

আখেরি বৈঠকে ৫ টি মাসালা। 

১। আখেরী বৈঠক ফরজ। ২।  আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। ৩।  দুরুদ শরীফ পড়া সুন্নত। ৪।  দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত। ৫।  আসসালামুয়ালাইকুম বলিয়া নামাজ শেষ করা ওয়াজিব।  বিশেষ দ্রষ্টব্যঃ  ফরজ নামাজ পড়া ফরজ।

2 comments

Anonymous said...

Khub opkar holo sir

Anonymous said...

Thanks sir

Powered by Blogger.