নামাজের সময়সূচি
দিবারাত্রি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ
যথাঃ ১। ফজর, ২। যোহর, ৩। আছর, ৪। মাগরিব, ৫। এশা।
উক্ত নামাজ গুলো আদায় করার জন্য মহান আল্লাহ তাআলা মানুষকে নির্ধারিত কিছু সময় নির্দিষ্ট করে দিয়েছেন, ওক্ত নামাজ গুলো অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই আদায়করতে হবে। তাই কোন নামাজ কোন সময় পড়তে হবে এবং কোন সময় পড়া যাবে না সে বিষয়ে প্রত্যেক মুসলমানেরই জ্ঞান থাকা আবশ্যক।
ফজরের নামাজের সময়ঃ সুবহ সাদিক হইতে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত। সূর্যোদয়ের পূর্বে, পূর্ব আকাশের কিনারায় উত্তর-দক্ষিণে যতক্ষণ পর্যন্ত বিস্তৃত সাদা রেখা দেখা যায়, ওই সময় কে সুবহ সাদিক বলে।
যোহরের নামাজের সময়ঃ দ্বিপ্রহরের সূর্য পশ্চিমে ঢলিয়া পড়ার পর হইতে প্রত্যেক বস্তুর ছায়া আসল ছায়া বাদ দিয়া ও হার দ্বিগুণ হওয়ার পূর্ব পর্যন্ত যোহরের নামাজের সময়। কিন্তু এক গুণের মধ্যে পড়া উত্তম। শুক্রবার দিন যোহরের নামাজের পরিবর্তে জামাতের সহিত দুই রাকাত ফরজ নামাজ মসজিদে পড়াকে জুমার নামাজ বলে।
আসরের নামাজের সময়ঃ যোহরের নামাজের সময় শেষ হওয়ার পর সূর্য অস্ত যাওয়ার 20 মিনিট পূর্ব পর্যন্ত আসরের নামাজের সময়, তারপরে মাকরুহ আসিয়া যায়।
মাগরিবের নামাজের সময়ঃ সূর্য সম্পূর্ণভাবে অস্ত যাওয়ার পর হইতে পশ্চিমাকাশের লাল রং থাকা পর্যন্ত মাগরিবের নামাজের সময় অবশিষ্ট থাকে, তবে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ পড়া উত্তম।
এশার নামাজের সময়ঃ মাগরিবের নামাজের এক ঘন্টা ত্রিশ মিনিট পর হইতে শুভ সাদিকের পূর্ব পর্যন্তএর ওয়াক্ত অবশিষ্ট থাকে । (এক-তৃতীয়াংশের ভিতর আদায় করা মুস্তাহাব) অর্ধেক রাত্রি পর্যন্ত জায়েজ তারপর মাকরুহ। বিতরের নামাজের সময়ঃ এশার ফরজ আদায়ের পর খনেই বিতরের নামাজের সময়। কিন্তু এশার নামাজ আদায় ব্যতিরেকে বিতরের নামাজ হইবে না। তবে বিতরের নামাজ রাত্রি এক-তৃতীয়াংশের পরে পড়া উত্তম।
No comments
Post a Comment