Header Ads

Header ADS

ওযু ভঙ্গের কারণ। oju vangar karon

অজু একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি ওজু করলেন উত্তমরূপে, কিন্তু কিছু বেখেয়ালি কণার মাধ্যমে আপনার ওযু নষ্ট হয়ে যেতে পারে। যাতে ভঙ্গ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওযু ভঙ্গের কারণ গুলি বর্ণনা করা হলো।


ওযু ভঙ্গের কারণ

১। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হলে ওযু ভেঙ্গে যায়।

২। মুখ ভরে বমি হলে ওযু ভেঙ্গে যায়।

৩। শরীরের কোন জায়গা হইতে রক্ত,  পুজ, পানি বাহির হইয়া গড়াইয়া পড়া।

৪।  থুতুর সঙ্গে রক্ত ভাগ সমান বা বেশি হলেও ওযু ভঙ্গ হয়ে যাবে।

৫।  ফিদবাক হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া।

৬।  পাগল, মাতাল ও অচেতন হইলে ওযু নষ্ট হয়ে যাবে।

৭।  নামাজে উচ্চস্বরে হাসিলে।

৮। স্ত্রীলোকের স্তন থেকে বুকের দুধ ব্যতীত অন্য বস্তু বেরিয়ে আসলে এবং ব্যথা হলে ওযু ভঙ্গ হবে।

৯। যোনির মধ্যে আঙ্গুল প্রবেশ করালে ওযু ভঙ্গ হয়ে যায়।  

1 comment

আলামিন said...

বাদ অজু ভাঙ্গার কারণ সম্পর্কে সঠিক একটি ধারনা পেলাম অনেক উপকারে আসবে ইনশাল্লাহ

Powered by Blogger.