Header Ads

Header ADS

ফজরের নামাজের সময়


সুবহে সাদিক হতে শুরু করে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত ফজরের নামাজের সময়। সূর্যোদয়ের পূর্বে, আকাশের পূর্ব কিনারায় উত্তর-দক্ষিণে যতক্ষণ পর্যন্ত সাদা রেখা দেখা যায় বা মানুষের দৃষ্টিগোচর হয়,  ওই সময় ওকে সুবহে সাদিক বলে। কেউ যদি ঘুম থেকে জাগ্রত না  হতে পারে, তাহলে যখন জাগ্রত হবে তখনই অজু করে নামাজ আদায় করে নেবে।কেউ যদি সূর্য উদয়ের ৫ মিনিট পূর্বে ঘুম থেকে জাগ্রত হয় তাহলেও সে অজু করে ছোট সূরা দিয়ে, প্রথমে দুই রাকাত সুন্নত ওপরে দুই রাকাত ফরজ আদায় করে নেবে। কেউ যদি সূর্য উদয়ের পরে ঘুম থেকে জাগ্রত হয়, তাহলে এসে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অজু করে কাজা নামাজ আদায় করে নেবে,  কোন অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না।

No comments

Powered by Blogger.