রোজার নিয়ত। রোজা রাখার নিয়ত। রোজার নিয়ত বাংলা
রমজান মাস হল সিয়াম সাধনার মাস। পবিত্র এই রমজান মাসেই মুসলমানগন রোজা পালন করে থাকে। রোজা রাখার পাশাপাশি মুসলমানগন এ মাসে এবাদতে মশগুল থাকেন সর্ব সময়। রোজা রাখার জন্য রোজাদারকে অবশ্যই সেহেরী খেতে হয়। সেহরি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং সেহরি হচ্ছে বিশ্ব মুসলিমদের ধর্মীয় ও ঐতিহ্যবাহী খাবার। এই রোজা হল ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি।
রোজা রাখার নিয়ত
আর এই রোজার নিয়ত করা ফরজ। এই বিষয়টি অনেকেই জানে না। তাই অনেকেই রোজার নিয়ত মুখে বলা বা মনের সংকল্প কোনোটি করে না। তাই রোজা রাখার এই গুরুত্বপূর্ণ বিষয়টি অন্তরের দৃঢ় সংকল্পে থাকতে হবে।
সর্বাধিক পঠিত রোজার নিয়তঃ نَوَيْتُ اَنْ- اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ- رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণঃ নাওয়াই তুয়ান আসুম্মা গাদাম মিন সাহারি রামাদানাল মোবারকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আন্তাস সামিউল আলিম।
রোজার নিয়ত বাংলা
অর্থঃ হে আল্লাহ আমি আগামীকাল রমজান মাসে নির্ধারিত ফরজ রোজা, তোমার পক্ষ থেকে রাখার ইচ্ছা পোষণ করলাম। তুমি আমার পক্ষ থেকে তা কবুল কর। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
নিয়ত সম্পর্কিত কিছু জরুরী কথাঃ
নিয়ত করার সময় আরবি কিংবা বাংলা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয়। রমজানে রোজার জন্য নিয়ত করা ফরজ। নিয়ত ব্যতীত সারাদিন পানাহার ও যৌনতৃপ্তি থেকে বিরত থাকলেও রোজা হবে না। মুখে নিয়ত করা জরুরি নয় অন্তরে নিয়ত করলেই যথেষ্ট হবে, তবে মুখে নিয়ত করা উত্তম।
আরো জানুন > তারাবির নামাজের নিয়ম
বাংলায় অতি সংক্ষিপ্ত নিয়মঃ আমি আজ রোজা রাখার নিয়ত করলাম।
সূর্য ডলার দেড় ঘন্টা পূর্ব পর্যন্ত রমজানের রোজার নিয়ত করা দূরস্ত আছে। তবে রাতে নিয়ত করাই উত্তম। রাতে নিয়ত করার পরও সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস জায়েজ। নিয়ত করার সাথে সাথেই রোজা শুরু হয় না, বরং রোজা শুরু হয় সুবহে সাদিক থেকে।
No comments
Post a Comment