Header Ads

Header ADS

ইফতারের দোয়া।ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

রমজানের রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যা আল্লাহ সুবহানাতায়ালা ঈমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন।  আর এই গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইফতার হচ্ছে একটি বিশেষ ইবাদত। সারাদিন সিয়াম সাধনার পর সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হয়। দ্রুত ইফতার করা সুন্নত,  এবং এটা কল্যাণকর।  তাই বলে সূর্য অস্তের আগেই ইফতার করা যাবে না। ইফতারের এই কল্যাণ পেতে হলে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ দোয়া ও নিয়ম মেনে ইফতার করা প্রয়োজন। তাহলে ইফতার থেকে পুরোপুরি কল্যাণ পাওয়া সম্ভব।


ইফতারের দোয়া

আরবিতে بِسْمِ الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

বিসমিল্লাহে আল্লাহুম্মা লাকাসুমতো ওয়া আলা রিযকিকা ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু

ইফতারের দোয়ার বাংলা অর্থঃ

আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ! আমি তোমার জন্য রোজা রেখেছি,এবং তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সময়ে ইফতার করার জন্য অসংখ্য হাদিসে তাগিদ দিয়েছে।  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতার হওয়ার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণ লাভের অধিকারী হবেন। 

ইফতারের সময় করণীয়

ক) ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করা।
খ) ইফতারের সময় অন্য কোন কাজে ব্যস্ত না হয়ে ইফতার করা।
গ) ইফতারের সময়ের পূর্বে হতে ইফতার পর্যন্ত বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা।
ঘ) খেজুর, দুধ বা সাদা পানি দিয়ে ইফতার করা এবং ইফতার শেষে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করা।
ঙ) ইফতার দেরি করে জামাত ছেড়ে না দেওয়া।
চ) ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। বরং মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর তৃপ্তি সহকারে বাড়ি খাবার খাওয়া যেতে পারে।

ইফতারের পরের দোয়াঃ

হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময়ে বলতেন ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

বাংলা উচ্চারণঃ জাহাবাজ জমাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ

বাংলা অর্থঃ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশীরা সিক্ত হল, যদি আল্লাহ চান সওয়াব স্থির হল।

ইফতারের পূর্বে বিশেষ করণীয়ঃ

ইফতারের পূর্বসময়ে ইফতার সামনে নিয়ে বসে বসে তাসবি তাহলিল তাওবা ইস্তেগফার দোয়া দরুদ পড়ার মাধ্যমে সময় অতিবাহিত করতে হয়। ইফতারের আগ মুহূর্ত থেকে ইফতারের সময় পর্যন্ত মহান আল্লাহ তায়ালা বান্দার যেকোনো দোয়া কবুল করে নেন।  এটি হচ্ছে দোয়া কবুলের বিশেষ সময়।

No comments

Powered by Blogger.