ইফতারের দোয়া।ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
রমজানের রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যা আল্লাহ সুবহানাতায়ালা ঈমানদারদের জন্য ফরজ করে দিয়েছেন। আর এই গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইফতার হচ্ছে একটি বিশেষ ইবাদত। সারাদিন সিয়াম সাধনার পর সূর্য অস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হয়। দ্রুত ইফতার করা সুন্নত, এবং এটা কল্যাণকর। তাই বলে সূর্য অস্তের আগেই ইফতার করা যাবে না। ইফতারের এই কল্যাণ পেতে হলে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ দোয়া ও নিয়ম মেনে ইফতার করা প্রয়োজন। তাহলে ইফতার থেকে পুরোপুরি কল্যাণ পাওয়া সম্ভব।
ইফতারের দোয়া
আরবিতে بِسْمِ الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
ইফতারের দোয়ার বাংলা অর্থঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সময়ে ইফতার করার জন্য অসংখ্য হাদিসে তাগিদ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতার হওয়ার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণ লাভের অধিকারী হবেন।
ইফতারের সময় করণীয়
ইফতারের পরের দোয়াঃ
বাংলা উচ্চারণঃ জাহাবাজ জমাউ ওয়াবতালাতিল উরুকু ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ
বাংলা অর্থঃ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা উপশীরা সিক্ত হল, যদি আল্লাহ চান সওয়াব স্থির হল।
ইফতারের পূর্বে বিশেষ করণীয়ঃ
No comments
Post a Comment