সহবাসের দোয়া
মহান আল্লাহ সুবহানাতায়ালা বিবাহের মাধ্যমে নারী পুরুষের সহবাসকে বৈধতা দিয়েছেন। বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রীর সকল ধরনের বৈধ কাজ হয়ে ওঠে কল্যাণ ও সবের। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী-স্ত্রীর মিলন। এই সহবাসের রয়েছে কিছু নিয়ম-নীতি ও দোয়া। যা নিচে উল্লেখ করা হলো।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তা'আলা বলেন “যেসব মেয়েদের তোমরা পছন্দ কর তাদের মধ্য থেকে দুই তিন বা চারজনকে বিয়ে কর। কিন্তু যদি তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবেনা বলে আশঙ্কা করো তাহলে একজনকেই বিয়ে কর”। সূরা আন নিসা-০৩
সহবাসের দোয়া আরবিতে
সহবাসের দোয়া বাংলায়
বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শয়ত্বানা ওয়া জান্নিবাশ শয়ত্বানা মা-রাযাকতানা
সহবাসের দোয়া বাংলা অর্থ
হে আল্লাহ! তোমার নামে শুরু করছি, তুমি আমাদের কাছ থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের সহবাসের ফলে সন্তান দান করবে, তা হতেও শয়তানকে দূরে রাখো।
স্ত্রী সহবাসের নিয়ম
ক) স্বামী এবং স্ত্রী উভয়ই পাক-পবিত্র থাকার চেষ্টা করবে।
খ) বিসমিল্লাহির সহিত সভা শুরু করা মুস্তাহাব, যদি কোনো কারণে ভুলে যায় তাহলে যখন স্মরণ হবে মনে মনে বলে নেবে।
গ) সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা যেতে পারে যা সুন্নত।
ঘ) দুর্গন্ধযুক্ত জিনিসকে পরিহার করতে হবে। যেমন ধূমপান এবং অপরিসন্ন থাকার কারণে যে দুর্গন্ধ বের হয়। কারণ দুর্গন্ধ মানুষের কাম ভাব বা কাম উত্তেজনা কে কমিয়ে দেয়। আগ্রহের পরিবর্তে তৈরি হয় তিক্ততা।
ঙ) সহবাস করার সময় কেবলামুখী না হওয়া।
চ) একেবারে উলঙ্গ হয়ে সহবাস না করা। স্ত্রীকে পূর্ণ তৃপ্ত দেওয়ার পর কিছুক্ষণ অবস্থান করা।
ছ) বীর্যপাতের সময় নির্ধারিত দোয়া পাঠ করা। কেননা এই দোয়া পাঠ করলে আগত সন্তানটি শয়তানের প্রভাব মুক্ত থাকবে।
জ) স্ত্রী ঋতুকালী সময়সহবাস না করা।
ঝ) চন্দ্র মাসের প্রথম ও ১৫ তারিখে সহবাস না করা।
ঞ) স্ত্রীর জরায়ুর দিকে তাকিয়ে সহবাস না করা।
ট) সফরে যাওয়ার পূর্বে স্ত্রী সহবাস না করা।
ঠ) সহবাসের সময় স্ত্রীর সহিত বেশি কথা না বলা।
ড) যোহরের নামাজের পরে সহবাস না করা।
ঢ) ভরা পেটে স্ত্রী করা উচিত নয়।
ণ) স্বপ্নদোষের পর গোসল না করে স্ত্রী সহবাস করা উচিত নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহর শপথ! আমি আল্লাহর প্রতি তোমাদের চেয়ে বেশি অনুগত এবং তাকে তোমাদের চেয়ে বেশি ভয় করি। তা সত্ত্বেও আমি রোজা রাখি আবার বিরতি দেই। রাত্রে নিদ্রা যাই এবং মহিলাদেরকে বিবাহ করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি অনীহা প্রকাশ করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহি বুখারী - ৪৬৯৭
No comments
Post a Comment