এশার নামাজের ওয়াক্ত কখন হয়?
এশার নামাজের সময়
হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করল, সে অর্ধেক রাত্রি পর্যন্ত নফল নামাজ আদায় করল। এবং যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করল সে ব্যক্তি সমস্ত রাত্রি জাগ্রত হয়ে নামাজ আদায় করল। সহি মুসলিমঃ ১৩৭৭।
এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এশা ও ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম। আর এই এশার নামাজ নির্ধারিত কিছু সময়ের মধ্যেই আদায় করতে হয়।
আরো জানুন > এশার নামাজ কয় রাকাত
এশার নামাজের আসল সময়
মাগরিবের নামাজের সময় শেষ হবার পর থেকেই এশার নামাজের ওয়াক্ত শুরু হয়। এশার নামাজ শুবহ-সাদিকের পূর্ব পর্যন্ত সময় থাকে অর্থাৎ সেহরি খাওয়ার শেষ সময়ের পূর্ব পর্যন্ত এশার নামাজ পড়া যায়।
এশার নামাজের উত্তম সময়ঃ
এশার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পর এক থেকে দেড় ঘন্টা পর এশার নামাজ পড়া উত্ত মসময় বলে বিবেচিত হয়। সারা পৃথিবীতে এই নিয়ম ফলো করেই এশার নামাজ পড়া হয়ে থাকে।
এশার নামাজের মাখরুহ সময়ঃ
বিশেষ কোন প্রয়োজন ছাড়া মধ্যরাতের পর এশার নামাজ আদায় করা মাকরূহ। শরীয় প্রয়োজন ছাড়া মধ্যরাতের পরে এশার নামাজ পড়া উচিত নয়। যদিও ওয়াক্ত বিদ্যমান থাকে।
No comments
Post a Comment