Header Ads

Header ADS

ঘুমানোর যে দোয়া শিক্ষা দিয়েছেন বিশ্বনবী

ঘুমানোর দোয়া।ঘুমানোর দোয়া বাংলায়।রাতে ঘুমানোর দোয়া।

হযরত বারা'আ ইবনে আজিব (রাঃ) বর্ণনা করেন, নবী করিম (সঃ) কোন এক ব্যক্তিকে নির্দেশ দিলেন,  অন্য সূত্রে বর্ণনা করেন যে,  নবী করিম (সঃ) এক ব্যক্তিকে ওসিয়ত করলেন যে,  যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন তুমি এই দোয়া পড়বে,  ইয়া আল্লাহ! আমি আমার প্রাণকে আপনার কাছে সুদর্পণ করলাম, আর আমার বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে এবং আমার চেহারা আপনার দিকে ফিরিয়ে দিলাম,  আপনার রহমতের আশায় এবং আপনার গজবের ভয়ে।  আপনার নিকট ছাড়া আপনার গজব থেকে পালিয়ে যাওয়ার এবং আপনার আজাব থেকে বেঁচে যাওয়ার আর কোন জায়গা নেই।  আপনি যে কিতাব নাযিল করেছেন,  আমি তার ওপর দৃঢ় বিশ্বাস করছি এবং আপনি যে নবী পাঠিয়েছেন,  আমি তার ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করছি।  যদি তুমি এ অবস্থায় মরে যাও,  তবে তুমি সবার ধর্ম ইসলামের অপর মৃত্যুবরণ করবে। সহি বুখারী -৫৮৭৪

ঘুমানোর দোয়া

আরবিঃ اللهم باسمك اموت وحياه
ঘুমানোর দোয়া বাংলায়ঃ আল্লাহুম্মা বিসমিকা আমুতো ওয়াহিয়া।
বাংলা অর্থঃ হে আল্লাহ তোমার নামেই আমি মরি এবং বাচি, অর্থাৎ ঘুমায় এবং জাগ্রত হই।

 ঘুম হইতে জাগ্রত হওয়ার দোয়া

আরবিতেঃ الحمد لله الذي احيانا بعد ما اماتنا واليه النشور
বাংলা উচ্চারণঃ  আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানা বাদামা আমাদানা ওয়া ইলাইহিন নুসুর। বাংলা অর্থঃ  সব প্রশংসা আল্লাহর জন্য,  যিনি মৃত্যু দানের পর আমাদেরকে জীবিত করেছেন,  এবং ( সত্যিকার মৃত্যুদানের পর)  পূর্ণ বার তারি দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। 

প্রিয় নবী কিভাবে ঘুমাতেনঃ  হযরত হুযাইফা রাদিয়াল্লাহু বলেন, (রাঃ) রাসূলুল্লাহ (সঃ) রাত্রিবেলায় বিছানায় শয়ন করার সময় নিজের ডান হাত ডান গন্ডদেশের নিচে রাখতেন।  অতঃপর উক্ত দোয়া পড়তেন।  সহীহ বুখারী-৫৮৭৫

1 comment

Anonymous said...

thanks a lot

Powered by Blogger.