টয়লেটে যাওয়ার দোয়া ও টয়লেট থেকে বের হওয়ার দোয়া
প্রাকৃতিক প্রয়োজন সারতে হয় না এমন কোন প্রাণী পৃথিবীতে নেই।মানুষ ও তার ব্যতিক্রম নয়। প্রাকৃতিক প্রয়োজন স্বার্থে মানুষকে টয়লেটে যেতেই হয়। আর এই সময় দুষ্ট জিনের বদনজর থাকে, আর এই বদনজর থেকে বেঁচে থাকাটা অত্যন্ত জরুরী। আর এই দুষ্ট জ্বীনগুলো মানুষকে বিভিন্ন দিক দিয়ে বিপদে ফেলার চেষ্টা করে থাকে। তাদের এই বদনজর থেকে বাঁচার জন্য এবং যাবতীয় অনিষ্ঠতা থেকে বাঁচার পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য তাকে দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই টয়লেটে যাওয়ার পূর্বে এ টয়লেট থেকে আসার পরে দোয়া পাঠ করা একটি সুন্নতি আমল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আমল করতেন এবং তার উম্মতদেরও এ আমল করতে বলেছেন।
টয়লেটে যাওয়ার দোয়া
টয়লেটে যাওয়ার দোয়া আরবিঃ اللهم اني اعوذ بك من الخبث والخبائث
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনালখুবুসে ওয়াল খাবাইস।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি, নাপাকি ও অনিষ্টকারী শয়তান হতে ( আমাকে রক্ষা করো) ।
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনালখুবুসে ওয়াল খাবাইস।
অর্থঃ হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি, নাপাকি ও অনিষ্টকারী শয়তান হতে ( আমাকে রক্ষা করো) ।
আরো জানুন >ঘুমানোর দোয়া
টয়লেট থেকে বের হওয়ার দোয়া
আরবি- الحمد لله الذي اذهب غني اذى وعفاني
বাংলা উচ্চারণঃ আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আজা-ওয়াফানি।
অর্থঃ সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন এবং আমাকে সুখ দান করেছেন।
বাংলা উচ্চারণঃ আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আজা-ওয়াফানি।
অর্থঃ সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন এবং আমাকে সুখ দান করেছেন।
2 comments
আপনার নিবন্ধন খুব সুন্দর এবং খুব সহায়ক।
Ai bisi gulo sobr jeneraka dorkar
Post a Comment