Header Ads

Header ADS

ফরজ গোসলের দোয়া

প্রতিটি প্রাণী গোসল করে থাকে,  মানুষ ও তার ব্যতিক্রম নয়,  আমাদেরকে নিয়মিত গোসল করতে হয়। যা আমরা প্রতিনিয়তই পড়ে থাকি।  কিন্তু কিছু বিশেষ প্রয়োজনে আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য গোসল করতে হয়। এবং এই গোসলের কিছু নিয়ম-কানুন, দুয়া এবং নিয়ত রয়েছে।  আমরা যদি সঠিক নিয়মে গোসল না করি তাহলে যতই গোসল করা হোক না কেন,  পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। তাই আমাদেরকে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে গোসল করা উচিত।


ফরজ গোসলের দোয়

উচ্চারণ- নাওয়াইতুয়ান গোসলা লিরা-ফিল জানাবাতি।

ফরজ গোসলের দোয়া বাংলায়

আমি নাপাকি থেকে পাকপবিত্র হওয়ার জন্য গোসল করছি।

যেসব কারণে গোসল ফরজ হয় না

১। যদি কোন রোগের কারণে ধাতু পাতলা হয় কিংবা আঘাত খেয়ে বিনা উত্তেজনায় ধাতু বের হয় তাহলে গোসল ফরজ হবে না।

২। স্বামী স্ত্রী শুধু লিঙ্গ স্পর্শ করে যদি ছেড়ে দেয় কিছু মাত্র ভিতরে প্রবেশ না করায় এবং মুনিও বের হয় না, এ অবস্থায় গোসল খরচ হবে না।

৩। যদি মযী  বের হয় তাহলে ওযু ভঙ্গ হবে কিন্তু গোসল ফরজ হবে না।

৪। ঘুম থেকে ওঠার পর যদি স্বপ্ন স্মরণ থাকে, কিন্তু কাপড়ে বা শরীরে কোন কিছু দেখা না যায় তবে গোসল ফরজ হবে না।

৫। ইস্তেহাযার রক্তের কারণে গোসল ফরজ হয় না।

মনী ও মযী মধ্যে পার্থক্য

মনী বা বীর্য হল যৌন সম্ভোগের সময় তৃপ্ততা হওয়ার প্রাক্কালে অথবা ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে যা নির্গত হয় তা হল বীর্য। আর মযী হল পুরুষ লিঙ্গে চটপটে ভাব দ্বারা অথবা স্ত্রীর চুম্বন করায় অথবা স্ত্রীলোকের নিকটবর্তী হওয়ায় অথবা কোন খারাপ ধারণার বশবর্তী হলে লিঙ্গের অগ্রভাগ দিয়ে পানির মত যে বস্তু বেরিয়ে আসে তাই মযী।

আরো জানুন > নারীর ফরজ গোসলের সুন্নতি তরিকা

No comments

Powered by Blogger.