মেসওয়াকের ফজিলত ও গুরুত্ব
মেসওয়াকের ফজিলত ও উপকারিতা
মানবজাতির প্রত্যেকটি কাজেই রয়েছে নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম এর সুন্নত ও নির্দেশনা। মিসওয়াক করা নবী করীম সাঃ এর একটি গুরুত্বপূর্ণ সুন্নত। মিসওয়াকের মধ্যে রয়েছে ইহকালীন এবং পরকালীন কল্যাণ এবং সফলতা। মেসওয়াকের মাধ্যমে মুখ পরিষ্কার-পরিচ্ছন্নতা অর্জন করে এবং এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়- নাসাঈ শরীফ- ৫। মেসওয়াক করেছে নামাজ আদায় করা হয় সেই নামাজ মিসওয়াক বিহী নামাজ হইতে ৭০ গুণ বেশি ফজিলত রয়েছে। বায়হাকী-২৫১৯।
কোন গাছের মেসওয়াক ভালো
২। মেসওয়াক কনিষ্ঠ আঙ্গুলের মত মোটা হওয়া উত্তম।
৩। মেসওয়াক প্রথমে এক বিঘত পরিমাণ লম্বা হওয়া উত্তম।
৪। মেসওয়াক নরম হওয়া উত্তম।
৫। মেসোয়া কম গিরা সম্পন্ন হওয়া উত্তম।
৬। মেসওয়াকের ডাল কাঁচা হওয়া উত্তম।
মেসওয়াক করার নিয়ম
১। মেসওয়াক ডান হাতে ধরা মুস্তাহাব।
২। মেসওয়াক ধরার তরিকা হল- কনিষ্ঠ আঙ্গুল মেসওয়াকের নিচে, বিদ্য আঙ্গুলের অগ্রভাগ মিসওয়াকের ওপরের দিকে নিচে এবং অবশিষ্ট আঙ্গুলগুলো মেসওয়াকের উপরে রাখবে।
মেসওয়াক করার দোয়া
বিসমিল্লাহ বলে মেসওয়াক শুরু করবে। মেসওয়াক শুরু করার সময় দোয়া পড়া মুস্তাহাব দোয়াটি এই-
হে আল্লাহ! এই মেসওয়াক করাকে আমার পাপ মোচনকারী ও তোমার রেজামন্দির উসিলা বানাও, আর আমার দাঁতগুলিকে যেমনই তুমি সুন্দর করেছো তেমনি আমার চেহারা কেউ উজ্জ্বল সুন্দর কর।
মেসওয়াক করার সুন্নতি তরিকা
১। মেসওয়াক শুরু করার পূর্বে ভিজিয়ে নেওয়া উত্তম।
২। প্রথমে উপরের দাঁতের ডান দিকে অতঃপর বাম দিক, তারপর নিচের দাঁতের ডান দিকে অতঃপর বামদিকে, তারপর দাঁতের ভেতরের দিকে অনুরূপভাবে ঘষতে হবে।
৩। এভাবে তিনবার ঘষা উত্তম। প্রতিবারই নতুন পানি দিয়ে মিসওয়াক ধুয়ে নেওয়া মুস্তাহাব।
৪। মিসওয়াক দাঁতের অগ্রভাগে, উপর ও নিচের তালুর অগ্রভাগে এবং জিহ্বার অপরিভাগেও করা উত্তম।
৫। মেসওয়াক দাঁতের উপর চওড়াভাবে ঘষা নিয়ম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উপর-নিচ এভাবে বসার কথা বলেছেন।
৬। শোয়া অবস্থায় মেসওয়াক করা মাকরূহ।
৭। মেসওয়াক করার পর মেসওয়াক দাঁড় করিয়ে রাখবে।
আরও জানতে > ওযুর সময় যে দোয়া পড়তে হয়
মেসওয়াক না থাকলে মেসওয়াকের বিকল্প হিসেবে ব্রাশ ব্যবহার করা যায়। এতে মেসওয়াকের ডাল বিষয়ক সুন্নত আদায় না হলেও মাজা ও পরিষ্কার করার সুন্নত আদায় হয়ে যাবে। অন্যথায় হাত দিয়ে বা মোটা কাপড় দিয়ে দাঁত মেজে নিতে হবে।
হাত দিয়ে মাজার তরিকা হল
ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ডান পাশের দাঁতের উপরে অতঃপর নিচে, তারপর শাহাদাত তর্জনি আঙ্গুল দিয়ে বাম পাশের দাঁতের উপরে অতঃপর নিচে ঘষতে হবে।
মেসওয়াকের গুরুত্ব
হযরত আবু হুরায়রা (রা) বলেন, রসূল (সাঃ) ইরশাদ করেছেন, আমার উম্মতের অথবা মানুষের যদি কষ্ট না হতো, তাহলে আমি প্রত্যেক নামাজের সাথে তাদেরকে মিসওয়াক করার জন্য আদেশ করতাম। সহি বুখারী-৮৪৩। হযরত হুজাইফা (রা) থেকেবর্ণিত তিনি বলেন নবী করীম (সাঃ) যখন রাতে নামাজের জন্য উঠতেন তখন দাঁত মেজে মুখ পরিষ্কার করে নিতে। সহি বুখারী-৮৪৪
No comments
Post a Comment