Header Ads

Header ADS

শয়তান থেকে বাঁচতে পারলেই সফলতা আসবে

শয়তান

শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। প্রতিনিয়ত এই শয়তান মানুষকে ধোকা দিয়ে থাকে, শয়তানের কবল থেকে মুক্তি পাওয়া দুরহ ব্যাপার।  শয়তান মানুষকে সামনে থেকে পিছন থেকে পাশ থেকে উপর থেকে নিচ থেকে সর্ব দিক দিয়েই মানুষকে আক্রমণ করে থাকে। তাই শয়তান থেকে বেঁচে থাকার জন্য সর্বাবস্থায়ী মানুষকে চেষ্টা করতে হবে।  যাতে করে শয়তান মানুষের কল্বে বাসা বাঁধতে না পারে। মানুষ যখন পবিত্র কোরআন তেলাওয়াতের মত গুরুত্বপূর্ণ কাজ করে তখনও শয়তান মানুষকে বাধা দিয়ে থাকে তাই পবিত্র কোরআন তেলাওয়াতের পূর্বে শয়তান থেকে পানা চাওয়া হয়। শয়তানের আক্রমণ এবং কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা ছোটখাট ব্যাপার নয়।

শয়তান থেকে বাঁচার দোয়া

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।

বাংলা অর্থ: বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি।

>লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু, লাহুল-মুলকু, ওয়ালা হুল হামদু, হুয়া আলা কুল্লি সাইন কাদির।

বাংলা অর্থঃ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই তিনি একও অদ্বিতীয়। রাজত্ব কেবলমাত্র তারই, সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য। এবং তিনি ক্ষমাশীল ও দয়াময়।

হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,  রাসুলুল্লাহ (সঃ) বলেন যে,  যে ব্যক্তি ১০০ বার এই দোয়াটি পড়বে,  আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই,  তিনি একক,  তার কোন শরীক নেই,  বাদশাহী একমাত্র তার জন্য,  আর তিনি সকল বস্তুর ওপর সর্বশক্তিমান। তাহলে দশটি গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব তার হবে।  তার জন্য ১০০ ছাওয়াব লেখা হবে এবং আর ১০০ গুনা মিটিয়ে দেওয়া হবে। ঐদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে মাহফুজ থাকবে।  কোন লোক তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে সক্ষম হবে না। তবে হা,  ওই ব্যক্তির সক্ষম হবে যে এর চেয়ে ঐ দোয়াটি আমল অধিক পরিমাণ করবে। সহি বুখারী-৩০৬২

ঘুমন্ত অবস্থায় শয়তানের কুমন্ত্রণা

হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী করিম (সঃ) বলেছেন,  তোমাদের কেউ যদি নিদ্রায় যায় তখন শয়তান তার মাথার শেষাংশে তিনটি গিরা দিয়ে থাকে। প্রত্যেক গিরার সময় এই কথা বলে কুমন্ত্রণা দেয় যে,  এখনো রাত অনেক, সুতরাং শুয়ে থাকো।  অতঃপর সে যদি জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে তখন একটি গিরা খুলে যায়।  তারপর যদি সে অজু করে,  তবে দ্বিতীয় গিরাও খুলে যায়।  আর যদি সে নামাজ আদায় করে তবে সব কয়টি গিরা খুলে যায়।  আর এ ব্যক্তি খুশির সাথে পবিত্র মনে স্বচ্ছ সকাল উপভোগ করবে। অন্যথায় সে অপবিত্র মনে অলসতার সাথে ভোর কাটাবে। সহি বুখারী-৩০৪১

আরো জানুন > ঘুমানো এবং ঘুম হইতে জাগ্রত হওয়ার দোয়া

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন,  রাসূলুল্লাহ (সঃ) আমাকে রমজানের যাকাত  (সাদকায়ে ফিতরের) হেফাজতের দায়িত্ব প্রদান করলেন। এরপর আমার নিকট এক আগন্তুক আসলো। সে তার দুহাতের কুশ ভরে খাদ্যশস্য গ্রহণ করতে লাগলো। তখন আমি তাকে ধরে ফেললাম এবং বললাম,  আমি অবশ্যই তোমাকে (সঃ)  এর নিকট নিয়ে যাব।  তখন সে একটি হাদিস উল্লেখ করল এবং বলল,  যখন তুমি বিছানায় শুতে যাবে, তখন আয়তাল কুরসি পড়বে।  তাহলে সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্যএকজন হেফাজতকারী থাকবে এবং দূর হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না।  তখন নবী করীম (সঃ)  বলেন,  সে তোমাকে সত্য বলেছে,  অথচ সে বিতাড়িত দুষ্কৃতিকারী মিথ্যাবাদী এবং শয়তান ছিল।সহি বুখারী-৩০৪৫

শয়তান থেকে বাঁচতে হবে

হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত,  তিনি বলেন,  নবী করীম (সঃ) বলেছেন,  তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এবং সে বলতে পারে,  এ বস্তু কে সৃষ্টি করেছে?  ওই বস্তুকে সৃষ্টি করেছে?  এরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে, তোমার সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে?  যখন এ বিষয়টি এই পর্যায়ে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে পানা চায় এবং তা থেকে বিরত থাকে। সহি বুখারী-৩০৪৬

1 comment

আলামিন said...

শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তাই এই শয়তান থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে তা না হলে ধ্বংস অনিবার্য

Powered by Blogger.