Header Ads

Header ADS

আল কুরআনের আলোচ্য বিষয় কি

আল কুরআনের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য কি


আল কুরআনের আলোচ্য বিষয়- মানুষ। অর্থাৎ কোন পথে চললে মানুষের কল্যাণ আর কোন পথে চললে মানুষের অকল্যাণ পবিত্র কুরআন তা জানিয়ে দেয়।  এর সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়।  তা হলঃ

১।  মহান আল্লাহতালার যথার্থ পরিচয়।
২।  মহান আল্লাহর সঙ্গে মানুষের সঠিক সম্পর্ক।
৩।  মানুষের সঙ্গে মানুষের সঠিক সম্পর্ক।

আল কুরআনের মাক্কী ও মাদানী সূরার বৈশিষ্ট্য। 

 মাক্কী সূরার বৈশিষ্ট্যঃ

১।  আকারে ছোট, যা সহজে মুখস্ত যোগ্য।
২।  আয়ত ও সূরা সমূহ ছন্দময়।
৩।  আকর্ষণীয়, হৃদয়গ্রাহী,  প্রভাব বিস্তারকারী।
৪।  তাওহীদ, রিসালাত ও আখেরাতের বেশি চর্চা।
৫।  শিরক, কুফরি,  নাস্তিকতা,  পরকালে অবিশ্বাসীদের পরিণতি।
৬।  কুরআন,  নবুওয়াত ও খেলাফতের সত্যতা প্রমাণ।
৭।  দাওয়াত ও জামাতবদ্ধ জীবনের গুরুত্ব প্রদান।
৮।  আকাইদ ও তাসকিয়া নফসের গুরুত্ব প্রদান।
৯।  তাকওয়া ঈমান ও আমলের বেশি পর্যালোচনা। 

আল কুরআনের মাদানী সূরার বৈশিষ্ট্য সমূহঃ

১।  অধিকাংশ সূরা দীর্ঘ।
২।  আয়াত ও সূরা সমূহ বিস্তারিত বর্ণনা।
৩।  হালাল ও হারামির মধ্যে পথ নির্দেশিকা।
৪। সামাজিক আইন,  বিয়ে, তালাক,  মিরাস,  দাস-দাসী  ইত্যাদির বিবরণ।
৫।  দল রাষ্ট্র সভ্যতা ও সামাজিকতা ভিত্তিক।
৬।  ইসলামী রাষ্ট্রের বিধি-বিধান। ৭।  ইসলামী জিহাদের বিধি-বিধান।
৮।  ইসলামী জীবন ও সমাজ গঠনের পদ্ধতি।
৯।  ইসলামী পররাষ্ট্রনীতি।

No comments

Powered by Blogger.