কুরআন নাযিলের পদ্ধতি ও সংরক্ষণের ইতিহাস
কুরআন নাযিল ও সংরক্ষণের ইতিহাস। কুরআন নাযিলের পদ্ধতি কয়টি। আল কুরআনের আলোচ্য বিষয় কি?
কুরআন নাযিলের পদ্ধতি
পবিত্র কুরআন বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে অল্প অল্প করে নাযিল হয়েছে, পবিত্র কুরআন এর আয়াতগুলো একসাথে নাযিল হয়নি, এবং এগুলি একই নিয়মে নাযিল হয়নি বিভিন্ন পদ্ধতিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর পবিত্র কুরআন নাযিল হয়। যেমনঃ
১। ঘন্টা ধোনির ন্যায়।
২। পর্দার অন্তরাল হতে আল্লাহর বাণী শ্রবণ।
৩। সত্য স্বপ্ন যোগে।
৪। মৌমাছির গুনগুন শব্দের নেয়।
৫। হযরত জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ আকৃতিতে উপস্থিত হয়ে।
৬। অন্তরে কোন কিছু ঢেলে দেয়া (অর্থাৎ ইলহামের মাধ্যমে)
৭। জিব্রাইল আলাই সাল্লাম ওহীর মাধ্যমে। ৮। মানুষের আকৃতিতে।
২। পর্দার অন্তরাল হতে আল্লাহর বাণী শ্রবণ।
৩। সত্য স্বপ্ন যোগে।
৪। মৌমাছির গুনগুন শব্দের নেয়।
৫। হযরত জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ আকৃতিতে উপস্থিত হয়ে।
৬। অন্তরে কোন কিছু ঢেলে দেয়া (অর্থাৎ ইলহামের মাধ্যমে)
৭। জিব্রাইল আলাই সাল্লাম ওহীর মাধ্যমে। ৮। মানুষের আকৃতিতে।
কোরান সংরক্ষণের ইতিহাস
সে যুগে কুরআন সংরক্ষণ করা ছিল একটি দুরুহ ব্যাপার, এই কোরআন সংরক্ষণের জন্য সাহাবীদেরকে অনেক কষ্ট করতে হয়েছে।
১। সাহাবীদের মুখস্ত করে অন্তরের মাধ্যমে কুরআন সংরক্ষণ করা হতো।
২। পশুর চামড়ায় লিখে সংরক্ষণ করা হতো।
৩। গাছের পাতায় লিখে রাখা হতো।
৪। পশুর হারে লিখে রাখা হতো।
৫। বিভিন্ন গাছের ছালে লিখে রাখা হতো। এবং পাথরের গায়ে লিখে রাখা হতো।
২। পশুর চামড়ায় লিখে সংরক্ষণ করা হতো।
৩। গাছের পাতায় লিখে রাখা হতো।
৪। পশুর হারে লিখে রাখা হতো।
৫। বিভিন্ন গাছের ছালে লিখে রাখা হতো। এবং পাথরের গায়ে লিখে রাখা হতো।
আরো জানুন > আল কুরআনের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য কি
No comments
Post a Comment