Header Ads

Header ADS

হাদিস কাকে বলে

এবার আমরা সংক্ষিপ্ত আকারে হাদিস কাকে বলে, সহিহ হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার,হাদিস কত প্রকার ও কি কি,মতন অনুসারে হাদিস কত প্রকার,সনদের দিক থেকে হাদিস কত প্রকার,সহিহ হাদিস কত প্রকার। জানার চেষ্টা করব ইনশাল্লাহ।

হাদিস কাকে বলে

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা করতে বলেছেন এবং যা করতে নিষেধ করেছেন,  এবং সাহাবী আজমাইন যা করেছে তা নিষেধ করেন নাই এমন সবগুলোকেই হাদীস বলা হয়।

সহিহ হাদিস কাকে বলে

যে মুতাসিল হাদিসের সনদে উদ্ধৃত প্রত্যেক বর্ণনাকারী নির্ভরযোগ্য,  বিশ্বস্ত, প্রখর স্মরণ শক্তি সম্পন্ন এবং হাদিসখানি সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত তাকে সহিহ হাদিস বলে।

হাদিস কত প্রকার

সংঘার ভিত্তিতে হাদিস তিন প্রকার:

১। ক্বওলী হাদিস,
২। ফেলি হাদিস
৩। তাক্বরিরী হাদিস।   

মতন অনুসারে হাদিস কত প্রকার

হাদিসের মূল অংশ কে মতন বলে। মতন অনুসারে হাদিস তিন প্রকার।

সনদের দিক থেকে হাদিস কত প্রকার

হাদিস বর্ণনার ধারাবাহিকতাকে সনদ বলে। সনদের দিক থেকে হাদিস হাদিস তিন প্রকার, মারফু, মাওকুফ, মাকতু।

সহিহ হাদিস কত প্রকার

ছয়টি হাদিসকে সহি হাদিস হিসেবে উল্লেখ করা হয়েছে।

১।  সহীহ বুখারী, ২।  মুসলিম শরীফ, ৩।  তিরমিজি শরীফ। ৪। মিশকাত শরীফ। ৫। সহি নাসায়ী শরীফ। ৬। সহি দাউদ শরীফ।

হাদিসে কুদসি কাকে বলে

যে হাদিসের মূল কথা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই হাদীসকে হাদিসে কুদসি বলে।  হাদিসে কুদসী এহলাম বা স্বপ্নযোগেপ্রাপ্ত এর ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর।  হাদিসে কুদসীপাঠে নামাজ হয় না।  অপবিত্র ব্যাক্তি এমনকি হায়েস নেফাছ সম্পূর্ণ নারী ও স্পর্শ করতে পারে।  হাদিসে কুদসি কোন মোজেজা নয়।  হাদিসে কুদসি অমান্য করলে কাফের হতে হয় না।

আরো জানুন > ঈমান আনার পর সর্বপ্রথম দাবি কি?

হাদিসে জিব্রাইল কাকে বলে

জিবরাল আলাই সাল্লাম যে কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেছেন,  অতঃপর রাসূল (সাঃ) সে কথাগুলো হুবহু সাহাবী আজমাইনের নিকট উপস্থাপন করেছেন,  তাকে হাদীসে জিবরাঈল বলা হয়।

সহি হাদিসের বৈশিষ্ট্য

সনদঃ  হাদিস বর্ণনার ধারাবাহিকতাকে সনদ বলে। 

মতনঃ  হাদিসের মূল অংশকে মতোন বলে। 

রাবিঃ  হাদিস বর্ণনাকারীকে রাবি বলে। রেওয়ায়েতঃ  হাদিসের বর্ণনাকে রেওয়ায়েত বলে।

সহিহাইনঃ হাদিস শাস্ত্রে বুখারী শরীফ ও মুসলিম শরীফ কে একত্রে সহিহাইন বলে।

মোতাফাকুন আলাইহিঃ যে হাদিস একই সাবেরি নিকট হইতে ইমাম বুখারী ও মুসলিম একই সূত্রে বর্ণনা করেছেন তাকে মোতাফাকুন আলাইহি বলে। 

No comments

Powered by Blogger.