Header Ads

Header ADS

হিকমত অর্থ কি। হিকমত অর্জনের মাধ্যমে কোন স্তরে পৌঁছাতে পারে।

হিকমত অর্থ  কি 

হিকমত অর্থ হচ্ছে, গভীর অন্তর্দৃষ্টি ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার শক্তি৷ এর উল্লেখ রয়েছে, সূরা আল বাকারার ২৬৯ নং আয়াতে৷  তিনি যাকে চান হিকমত দান করেন। আর যে ব্যক্তি হিকমত লাভ করে সে আসলে বিরাট সম্পদ লাভ করেছে।  এইসব কথা থেকে একমাত্র তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী। *সূরা আল বাকারা-২৬৯


হিকমত অর্জনের মাধ্যমে কোন স্তরে পৌঁছানো যায়।

এখানে একথা উদ্দেশ্য এই যে, হিকমতের সম্পদ যে ব্যক্তির কাছে থাকবে সে কখনো শয়তানের দেখানো পথে চলতে পারে না, বরং সে আল্লাহর দেখানো প্রশস্ত পথ অবলম্বন করবে৷ কখনোই সে শয়তানের সংকীর্ণমনা অনুসারীদের পথে চলবে না এবং কখনোই সে শয়তানের সংকীর্ণমনা অনুসারীদের দৃষ্টিতে নিজের ধন-সম্পদ আঁকড়ে ধরে রাখা এবং সব সময় সম্পদ আহরণের নতুন ফন্দিফিকির বুদ্ধিমত্তার পরিচয়ক৷

কিন্তু যারা আল্লাহর নিকট থেকে হেকমত লাভ করেছে অর্থাৎ অন্তর্দৃষ্টি লাভ করেছে, তাদের মতে এটা নেহায়েত নিরিবুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়৷ তাদের মতে, মানুষ যা কিছু উপার্জন করবে, নিজের মাঝারি পর্যায়ের প্রয়োজন পূরণ করার পর সেগুলো প্রাণ খুলে সৎ কাজে ব্যয় করাই বুদ্ধিমানের কাজ৷ দুনিয়ার এই হাতেগোনা কয়েকদিনের জীবনে প্রথমজন দ্বিতীয় জনের তুলনায় হয়তো বেশি অনেক বেশি অর্থ-সম্পদ লাভ করতে পারে৷

কিন্তু মানুষের জন্য এই দুনিয়ার জীবনটি সম্পূর্ণ জীবন নয় বরং একটি আসল জীবনের সামান্যতম অংশ মাত্র৷ এই সামান্য ক্ষুদ্রতম অংশের সমবুদ্ধি ও সশ্রোতার বিনিময়ে যে ব্যক্তি বৃহত্তম ও সীমাহীন জীবনে সচলতা দারিদ্র্য ও দৈন্যদশা কিনে নেয় সে আসলে নিরেট বোকা ছাড়া আর কি হতে পারে৷ যে ব্যক্তি এই সংক্ষিপ্ত জীবনকালের সুযোগ গ্রহণ করে মাত্র সামান্য পুঁজির সহায়তায় নিজের ওই চিরন্তন জীবনের সমৃদ্ধির ব্যবস্থা করতে সক্ষম হয়েছে সে আসলেই বুদ্ধিমান৷ তাই প্রত্যেককেই হিকমতের প্রতি মনোযোগী হওয়া অবশ্যই প্রয়োজন এবং অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ৷

No comments

Powered by Blogger.