জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামের তালিকা অর্থসহ
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
পৃথিবীর সমস্ত ধর্মপান মানুষ জান্নাত আবার আশাই এবাদত করে থাকে। বিশেষ করে প্রত্যেকটি মুসলমানেরই আশা থাকে মহান আল্লাহ রাব্বুল আলামীনকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করা। এবাদতের দিক দিয়ে সর্বাগ্রে অবস্থান করে আছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ। এই সাহাবীগণ সর্ব সময়ই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেদেরকে মগ্ন রাখতেন। এই সাহাবীদের মধ্যে রয়েছে অসংখ্য মহিলা সাহাবী । এদের মধ্য থেকে কিছু মহিলা সাহাবী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন, এখানে আমরা বেশ কিছু জান্নাতে সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
মহিলা সাহাবীদের নাম
মহান রাব্বুল আলামিন অনেক মহিলা সাহাবীদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। এ সকল সাহাবীগণ কোরআন ও হাদিসের আলোকে তাদের জীবন পরিপূর্ণভাবে পরিচালনা করেছেন। তাদের ওপর মহান আল্লাহ রাব্বুল আলামীন খুশি হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন এরা হলেন।
ক) ফাতেমা রাঃ (ফাতেমা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে এবং হযরত আলী রাঃ এর স্ত্রী)
খ) খাদিজা বিনতে খোয়াইলিদ রাঃ ( খাদিজা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী)
গ) উম্মে সুলাইম রাঃ (উম্মে সুলাইম হল আবু তালহা রাঃ এর স্ত্রী)
ঘ) সুমাইয়া রাঃ (সুমাইয়া হল ইসলামের ইতিহাসে প্রথম শহীদ নারী)
ঙ) উম্মে হারাম বিনতে মিলহাম (আনাস রাদিয়াল্লাহু এর খালা)
চ) হাফসা রাঃ (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী)
ছ) আছিয়া (ফেরাউনের স্ত্রী)
ঝ) আরো অনেক সাহাবা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন।
জান্নাতি মহিলা সাহাবীদের নাম অর্থসহ
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন দশায় অনেকগুলো সত্যনিষ্ঠ সাহাবী তৈরি হয়েছিল তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছেন তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে। অনেকেই জান্নাতি মহিলা সম্পর্কে জানার চেষ্টা করে থাকেন তাই তাদের নাম অর্থসহ নিচে প্রকাশ করছি।
আরো জানতে পারেনঃ নবীদের মেয়ের নাম
মহিলা সাহাবীদের নাম অর্থসহ
২। উমামা এর অর্থ ৩০০ উট ৩। উম্ম এর অর্থ মা
৪। আয়েশা যার অর্থ জীবিত বা সমবৃদ্ধ
৫। জুনাইরা এর অর্থ জান্নাতে পাওয়া ফুল
৬। আসিয়া অর্থ যিনি দুর্বল মানুষদেরকে সাহায্য করে
৭। আমরা যার অর্থ মাথার টুপি অথবা পাগড়ি
৮। আমিনা অর্থ সত্যবাদী, সৎ, বিশ্বাসযোগ্য এমন মানুষ।
৯। আমাহ অর্থ দাস
১০। আসমা অর্থ সুন্দর বা উচ্চতর
১১। আতিলাহ, আতিলা শব্দের অর্থ জন্ম নেওয়া অথবা আগত ব্যক্তি
১২। আতিকা এর অর্থ উন্নত চরিত্র, সুন্দরী মহিলা।
১৩। বারাকা অর্থ আশীর্বাদ প্রাচুর্য ইত্যাদি
১৪। আরুয়া অর্থ করুণাময়তা, সৌন্দর্য, সুন্দর
১৫। ফারওয়া অর্থ ধন সম্পদ বৃদ্ধি।
১৬। বুহাইয়া অর্থ সুন্দর দীপ্তময়
১৭। হালিমা ভদ্রমিত স্বভাবের মহিলা
১৮। ফুকাইয়া এর অর্থ প্রফুল্ল, আনন্দ ময়
১৯। ঘুফাইরা এর অর্থ ক্ষমা
২০। ফাতিমা এর অর্থ যে শিশুকে বুকের দুধ ছাড়ানো হয়েছে
২১। হাম্মানাহ, পবিত্র চোরই বা স্বর্গীয় আশীর্বাদ।
২২। হালালা, চাঁদের চারপাশের আলো
২৩। হাফসা শব্দের অর্থ যুবতী সিংহ।
২৪। হিন্দশব্দের অর্থ হলো উটের দল বা উটের পাল
২৫। হাজীমা শব্দের অর্থ হলো অটল অবিচল সমাধান ইত্যাদি
২৬। জুমানা অর্থ রূপালী রঙের মুক্তা।
২৭। জামিলা অর্থ হল সুন্দর এবং করুণাময়
২৮। খাদিজা অর্থ অকাল শিশু
২৯। যুয়াইরিয়া একজন তরুণীর অথবা দামেস্ক গোলাম
৩০। লুবাইনা অর্থ খাঁটি, পরিষ্কার এবং বিশুদ্ধতা
৩১। লোবাবা অর্থ সারমর্ম
৩২। লায়লা অর্থ নেশা
৩৩। লোহাইয়া অর্থ খুব সুন্দর উপহার এমন কিছু জ্ঞানী বিচক্ষণ
৩৪। নাজিয়া অর্থ নিরাপদ
৩৫। মাইমুনা এর অর্থ শুভ
৩৬। রুকাইয়া অর্থ ভদ্র ও নরম বিধসভাবে
৩৭। রামলা অর্থ বালির একটি দানা
৩৮। নুসাইবা অর্থ সম্মানিত বংশের সাথে জন্মগ্রহণ করেন তাদের একজন
৩৯। নাহদিয়া অর্থ আশা ৪০। রোমান শব্দের অর্থ ডালিম
৪১। রুমাইসা শব্দের অর্থ একগুচ্ছ ফুল
৪২। রায়তা অর্থ হাদিস বর্ণনাকারী
৪৩। রুফাইদা শব্দের অর্থ সামান্য সাহায্যকারী এবং একটি দল যা উপকারী
৪৪। সালমা শব্দের অর্থ নিরাপদ, শান্তি, সুস্থ
৪৫। সাফিয়া অর্থ বিশুদ্ধ পরিচ্ছন্ন
৪৬। শিফা অর্থ নিরাময়কারী
৪৭। সুমাইয়া অর্থ উচ্চ এবং বিশেষ।
No comments
Post a Comment